পোস্টগুলি

চিঠি ২

ভাতিজা আর কিছুক্ষণ পর তোমার জন্মদিন। শুভ জন্মদিন। সকল দুঃখ , জ্বরা, বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক।সকল সুখ শান্তি আল্লাহ তোমাকে দান করুক। আমিন। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আজকে। আমার জন্যই কি আজকের এই দিনে তুমি তোমার বাবার আদর থেকে বঞ্চিত কিনা জানি না। কিন্তু আজকে ও আমি আমার বা আমার পরিবারের কারোই কোন দোষ দেখতে পাই না। তুমি হয়ত ভাববে কেউ তার নিজের দোষ দেখে না। তাহলে বলব ভাতিজা আমার জায়গায় আজ তুমি থাকলে হয়ত তাই করতে। কি যে প্যাচাল শুরু করলাম । নিজেই জানি না। তোমার দাদী তো গত কয়েক দিন ধরে তোমার জন্মদিনে কি করবে তা চিন্তা করতাছে। যদি তুমি আমাদের সাথে নাই। কিন্তু তোমার দাদা-দাদীর পক্ষ থেকেও তোমাকে শুভ জন্মদিন। যদি ও আমাদের পরিবারে কারো জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় না।এই গুলা  বিদাআত। যা আমাদের পরিবার কখনো সমর্থন করে না। কিন্তু চুপি চুপি তোমাকে বলি , এই সব অনুষ্ঠান পালন না করা হলে এই দিন আমাদের পরিবারে কিনতু খাবার ভালো থাকে। তুমি আছ তোমার নানা-নানীর বাড়িতে , আশা করি সেখানে তোমার জন্য এসব অনুষ্ঠান তারা করবে। যা কিনা আমাদের পরিবারের কারোই পছন্দের না। ভা

নিজের কথা

আজ প্রায় ২৮ বছর ৩ মাস হতে চলছে। আর মাত্র ১ বছর ৯ মাসের মত আছে চাকুরীর বয়স। কি পেলাম আর কি পেলাম না , তার হিসেব মিলানো দরকার। জীবন থেকে ২৮ বছর চলে গেল। দেখতে দেখতে বাকি জীবন ও হয়ত চলে যাবে। কিন্তু নিজে কি পেলাম আর পরিবারকে কি দিতে পারলাম।নিজের পাওয়া মনে হয় কিছু না আর পরিবারের চাওয়া অনুযায়ী ও কিছু দিতে পারি নাই। নিজে ছোট বেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হবো । সেটাও পরিবারের সকলের ইচ্ছা অনুযায়ী। পারলাম না। ভাবলাম ডাক্তার হতে পারি নাই । যে কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স আর মাস্টার্স শেষ করে সরকারী চাকরী নিব। আব্বা একবার জিগাসা করছিল কি চাকুরী করুম। বললাম বি সি এস এ চাকুরী করমু। কিন্তু দুই বার বি সি এস দিলাম একবার ও হলো না। ভাবলাম আর একটু নিচের চাকুরী ( নিজের কাছে) দেই। ভাবলাম সহজেই পেয়ে যাব।তাও হচ্ছে না। সমস্যা কই??? সমস্যা কি তাহলে নিজের আত্মবিশ্বাসে। নিজের আত্মবিশ্বাস কি যা আছে তার থেকে বাড়িয়ে দিয়েছি নাকি নিজের শক্তিকে হেয় করছি। যদি নিজের আত্নবিশ্বাস যা আছে তার থেকে বেশি চিন্তা করি ।তাহলে এত দিন নিজের সাথে নিজে প্রতারণা করলাম ! না এখন ও করছি? আর নিজের আত্মবিশ্বাস বা শক্তি যা আ

চিঠি ১

ছবি
ভাতিজা কেমন আছ? আশা করি ভালো আছ। আজ এক মাস হতে যাচ্ছে তোকে দেখি না। তোকে আদর করতে পারছি না। তোকে কোলে নিতে পারছি না। তোর মুখে দাদা দাদা ডাক শুনতে পারছি না।এই দে ডাক শুনতে পারছি না। যাবার বেলায় ভালো করে দেখতে ও পারি নাই। ঘুমিয়ে ছিলি , তার মাঝেই তোকে দিইয়ে আসতে হলো। যাবার দিন দাঁড়ানো শিখছিলি। নিজেকে ব্যালেন্স রাখতে শিখছিলি । এখন হয়ত দাঁড়ানো শিখে ফেলেছিস। দাড়া বাবা , ভালো করে দাঁড়ানো শিখিছ। কারণ যা কষ্ট তুই পাচ্ছ , তা যেন আর কোন শিশু না পায়। জানি না তোর রিকেটস রোগের কি অবস্থা? আল্লাহ যেন তা ভালো করে দেয়। সুস্থ , সবল হয়ে যেন বেচে থাকতে পারছ। ভাতিজা আরেক দিন তোর সাথে কথা বলব। আজ রাখি।                                                   ইতি            তোর খারাপ চাচা

চাচা হলাম

ছবি
গত ০৮/০৮/২০১৭ ইং তারিখে আনুমানিক সকাল ৯ঃ০০ ঘটিকায় চাচা হলাম। পৃথিবীতে এল আমাদের বংশের নতুন মুখ। সব শিশুই যেমন আলোকিত হয়ে আসে, সে (ফাহাদ) ও আলোকিত করে আসল আমাদের সংসারে। তারই আগমনে সংসারের সবারই কাজের মাত্রা ও আগের থেকে একটু বেড়ে গিয়েছিল। এই যেমন তারই আগমনে আমার ও আজকের ব্লগ লেখা। ভাতিজার জন্মের প্রথম ছবি।